ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন আরও ৯৮ জন ফিলিস্তিনি নাগরিক। একই সময়ে আহত হয়েছেন ১,০৭৯ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০,৪৩০ জনে, আহত হয়েছেন ১,৪৮,৭২২ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা একে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে। তারা যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিনই নতুন নতুন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

গণধ্বংসযজ্ঞের এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা অনুপস্থিত বলেই অভিযোগ উঠেছে। ফিলিস্তিনিদের পক্ষে মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ থাকায় খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে গোটা গাজা জুড়ে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ব সম্প্রদায় নিরব থাকলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামীকাল

গাজায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

আপডেট সময় ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন আরও ৯৮ জন ফিলিস্তিনি নাগরিক। একই সময়ে আহত হয়েছেন ১,০৭৯ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০,৪৩০ জনে, আহত হয়েছেন ১,৪৮,৭২২ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা একে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে। তারা যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিনই নতুন নতুন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

গণধ্বংসযজ্ঞের এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা অনুপস্থিত বলেই অভিযোগ উঠেছে। ফিলিস্তিনিদের পক্ষে মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ থাকায় খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে গোটা গাজা জুড়ে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ব সম্প্রদায় নিরব থাকলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।