অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতির সামনে আনুষ্ঠানিকভাবে এটি উপস্থাপন করা হবে।
রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার আধিকারিক ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ঘোষণাপত্র উপস্থাপন অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত সব পক্ষ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিকতা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
এর আগে, জুলাই ঘোষণাপত্র ঘোষণা আগামী ৫ আগস্টের আগেও হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান যারা করেছেন, একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার।
সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে বাংলাদেশ পরিবর্তিত হবে; সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।