বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) তার বাইপাস সার্জারির পর চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির জানান, ডা. শফিকুর রহমানের দুটি প্রধান ধমনিতে মোট চারটি বাইপাস করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ৭ দিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।
চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির বলেন, “এই সফল সার্জারি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি একটি ইতিবাচক বার্তা দিয়েছে। ডা. শফিকুর রহমান নিজে দেশে চিকিৎসা গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এতে করে দেশের বাইরে চিকিৎসা নেয়ার প্রবণতা কমে আসবে বলে আমরা আশা করি।”
অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। তারা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করে আশাবাদ ব্যক্ত করেছেন যে, সকলের ভালোবাসা ও দোয়ায় জামায়াত আমির দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তব্য প্রদানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরবর্তী সময়ে হৃদরোগ পরীক্ষায় তার হৃৎপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি ছিল ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। পরিস্থিতি বিশ্লেষণ করে চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে অধিকতর নিরাপদ মনে করেন।
দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রেখে তিনি শুরু থেকেই দেশেই চিকিৎসা গ্রহণে দৃঢ় ছিলেন।