ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত Logo চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ Logo ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: ধন্যবাদ ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল Logo কুমিল্লার সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান গ্রেফতার Logo রুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরিজ্ঞান সভা অনুষ্ঠিত Logo ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার দুদিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত Logo দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন Logo ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ডোনাল্ড ট্রাম্প Logo সব ফ্লাইটের জন্য আকাশপথ উন্মুক্ত করা হয়েছে: পাকিস্তান

রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন হিজড়া রাণী

রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিজড়া আনোয়ারা ইসলাম রানী।

গতকাল রোববার (১৯ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নেন। এ সময় তাঁর সঙ্গে হিজড়া জনগোষ্ঠীর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আনোয়ারা ইসলাম রংপুরে হিজড়াদের সংগঠন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এ ছাড়া বিভিন্ন সময় সংগঠনের পক্ষে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেন তিনি।

আনোয়ারা ইসলাম বলেন, আমরা দেখে আসছি রংপুর অবহেলিত অঞ্চল। উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে রংপুর অনেক পিছিয়ে। এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা কম। এ কারণে আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে আনোয়ারা ইসলাম বলেন, ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে উন্নয়নের জন্য আন্দোলন করবেন। ইতিমধ্যে তিনি তাঁর ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত

রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন হিজড়া রাণী

আপডেট সময় ০১:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিজড়া আনোয়ারা ইসলাম রানী।

গতকাল রোববার (১৯ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নেন। এ সময় তাঁর সঙ্গে হিজড়া জনগোষ্ঠীর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আনোয়ারা ইসলাম রংপুরে হিজড়াদের সংগঠন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এ ছাড়া বিভিন্ন সময় সংগঠনের পক্ষে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেন তিনি।

আনোয়ারা ইসলাম বলেন, আমরা দেখে আসছি রংপুর অবহেলিত অঞ্চল। উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে রংপুর অনেক পিছিয়ে। এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা কম। এ কারণে আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে আনোয়ারা ইসলাম বলেন, ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে উন্নয়নের জন্য আন্দোলন করবেন। ইতিমধ্যে তিনি তাঁর ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি