বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর বাইপাস সার্জারি শনিবার সকালে করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে এজন্য দোয়া চেয়ে বার্তা দিয়েছেন তিনি। এতে তিনি বলেন, শনিবার সকালে জামায়াত আমিরের বাইবাস সার্জারি করা হবে ইনশাআল্লাহ।
দলটির শীর্ষ এই নেতার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের জনশক্তি, সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরতদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
তিনি আমরা মহান আল্লাহ তা’য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে (নফল সালাত, নফল সিয়াম ও আল্লাহর রাস্তায় সাদাকাহ) যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি জামায়াত আমিরের পূর্ণ সুস্থতার নিয়ামতসহ পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার জন্য দোয়া করেছেন তিনি। একই সঙ্গে শুক্রবার মসজিদে-মসজিদে দ্বীনি সাথীদের নিয়ে আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করার আহ্বানও জানান তার সতীর্থ এই রাজনীতিবিদ।
এর আগে বুধবার তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন হার্টে তিনটি মেজর ব্লকসহ। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম।