ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আওয়ামি সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন Logo জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল Logo রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা Logo জকসু নিয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের সঙ্গে জবি রেজিস্ট্রারের দূর্ব্যবহার Logo বাংলাদেশের জন্য পালটা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র Logo জুলাই অভ্যুত্থানে ৯ দফার আদ্যপ্রান্ত জানালেন সাংবাদিক অন্তু মুজাহিদ Logo রেমিট্যান্সে রেকর্ড, জুলাইয়ের ৩০ দিনে এলো ২৩৭ কোটি ডলার Logo চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত Logo সম্মান জোর করে অর্জনের বিষয় নয়: শিবির সভাপতি

জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পাবনা শহরের পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজে ‘গাছ লাগান দেশ বাঁচান” শীর্ষক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।

প্রেসক্লাব পাবনার সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাবনার প্রচার সম্পাদক সেলিম মাহমুদ, পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক জুবায়ের আহমেদ, প্রেসক্লাব পাবনার কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান প্রমূখ।

বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ বাঁচাতে প্রচুর গাছ লাগাতে হবে। মানুষের সার্বিক চাহিদা মেটানোর জন্য বিভিন্ন উপায়ে যে পরিমাণ বৃক্ষ নিধন করা হচ্ছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণে বৃক্ষরোপণ আজ অপরিহার্য। তারা আরো বলেন, বৃক্ষ নিধনের ফলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। দেশের আবহাওয়া নিয়ন্ত্রণ এবং বাস উপযোগী পরিবেশ রক্ষায় বৃক্ষের ব্যাপক ভূমিকা রয়েছে।

বক্তারা প্রেসক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণে সময়ের যুগ উপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন। তারা শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনার বাচ্চাদের মাধ্যমে বৃক্ষরোপণ এবং পরিচর্যা করে দেশের পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করবেন। এতে করে বাচ্চাদের মানসিক বিকাশেও সহায়ক হবে।

উল্লেখ্য প্রেসক্লাব পাবনা জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। ৩১ জুলাই পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি ৫০০ বৃক্ষ বিতরণ করা হয়। পরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন।

 

ট্যাগস :

আওয়ামি সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেট সময় ০৯:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পাবনা শহরের পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজে ‘গাছ লাগান দেশ বাঁচান” শীর্ষক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।

প্রেসক্লাব পাবনার সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাবনার প্রচার সম্পাদক সেলিম মাহমুদ, পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক জুবায়ের আহমেদ, প্রেসক্লাব পাবনার কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান প্রমূখ।

বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ বাঁচাতে প্রচুর গাছ লাগাতে হবে। মানুষের সার্বিক চাহিদা মেটানোর জন্য বিভিন্ন উপায়ে যে পরিমাণ বৃক্ষ নিধন করা হচ্ছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণে বৃক্ষরোপণ আজ অপরিহার্য। তারা আরো বলেন, বৃক্ষ নিধনের ফলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। দেশের আবহাওয়া নিয়ন্ত্রণ এবং বাস উপযোগী পরিবেশ রক্ষায় বৃক্ষের ব্যাপক ভূমিকা রয়েছে।

বক্তারা প্রেসক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণে সময়ের যুগ উপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন। তারা শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনার বাচ্চাদের মাধ্যমে বৃক্ষরোপণ এবং পরিচর্যা করে দেশের পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করবেন। এতে করে বাচ্চাদের মানসিক বিকাশেও সহায়ক হবে।

উল্লেখ্য প্রেসক্লাব পাবনা জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। ৩১ জুলাই পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি ৫০০ বৃক্ষ বিতরণ করা হয়। পরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন।