চলতি জুলাই মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুইজন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে, যার অর্ধেকের বেশি মৃত্যু ঘটেছে শুধুমাত্র জুলাই মাসে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের, ফ্রেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। জুন মাসে ১৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর জুলাই মাসে দিল ৪১ জনের মৃত্যুর তথ্য। এদিকে মার্চ মাস ছিল মৃত্যুশূন্য।
মৃত্যুর সঙ্গে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি ছিল। এই মাসে ১০ হাজার ৬৮৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়। যেখানে চলতি বছরে ২০ হাজার ৯৮০ জনের ডেঙ্গু শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৭৮ জনের।