বাংলাদেশের ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখা ইসলামী ছাত্রশিবিরকে ‘জুলাই বিপ্লব’-এর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক ব্লগার ও বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন।
আজ ৩১ জুলাই বিকাল চারটার দিকে তার সামাজিক মাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, “ছাত্রশিবির না থাকলে জুলাই বিপ্লব আলোর মুখ দেখত না।”
বনি আমিন তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, “জাতির আউব্বার মেয়ে একমাত্র শিবির ছাড়া কাউকেই কেয়ার করেনি। শুধু তাই নয়, দাদাদের মা°/থাব্যথার পেছনেও শিবিরের ভূমিকা রয়েছে—যা ইতিহাস সচেতনদের ভেবে দেখা উচিত।” তাঁর মতে, এত সৎ ও আদর্শনিষ্ঠ সংগঠন উপমহাদেশে বিরল।
এই মন্তব্যকে ঘিরে অনলাইনে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক সত্যের সরল প্রকাশ বলে অভিহিত করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে অতিরঞ্জন বলেও দেখছেন। তবে বাস্তবতা হচ্ছে, ছাত্রশিবির দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতি ও বিশেষত শিক্ষাঙ্গনে প্রভাবশালী একটি নাম হিসেবে টিকে আছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে যে সচেতনতা ও প্রতিবাদের ঢেউ উঠেছিল, সেখানে ইসলামী ছাত্রশিবিরের ছাত্রদের দৃশ্যমান ভূমিকা ছিল। সংগঠনটি ‘বিচারহীনতার সংস্কৃতি’ ও ‘রাজনৈতিক দমন-পীড়ন’-এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবস্থান।