‘বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। ১ আগস্ট থেকে ভারতকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।
এর বাইরে ট্রাম্প ভারতকে আরো জরিমানা করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি সেই জরিমানার পরিমাণ উল্লেখ করেননি। রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম এবং তেল কেনার জন্য এই জরিমানা দিতে হবে ভারতকে।
১ আগস্ট ছিল ভারতসহ কয়েক ডজন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের জন্য ট্রাম্পের নির্ধারিত সময়সীমা। এপ্রিল মাসে উচ্চতর শুল্ক ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে আলোচনার জন্য তা কমিয়ে আনা হয়েছিল এবং স্থগিত করা হয়েছিল।
বুধবার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “যদিও ভারত আমাদের বন্ধু, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি এবং যেকোনো দেশের তুলনায় তাদের সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে।”
ট্রাম্প আরো লিখেছেন, “তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের পাশাপাশি তারা রাশিয়ার জ্বালানির বৃহত্তম ক্রেতা, এমন এক সময়ে কিনছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক – সবকিছুই ভালো নয়!”
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনার নেতৃত্বদানকারী ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।