ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সচিবকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে তালা দিলেন বিএনপি নেতা, আটক ৬ Logo জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আদালতের নিষেধাজ্ঞা Logo সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখনো পর্যন্ত Logo রংপুরে জমি বন্ধকের টাকার জেরে নিহত যুবক Logo সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার,কাল থেকে অনলাইনে আবেদন শুরু Logo ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা নিয়েছে কানাডার Logo দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে Logo কুষ্টিয়ায় পুলিশের অভিযানে কালু বাহিনীর সদস্য মুকুল গ্রেফতার Logo ৩১ জুলাই ২০২৪। ‘মার্চ ফর জাস্টিস’: শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ Logo আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

নওগাঁয় আলু চাষিদের বিক্ষোভ: ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে প্রতিবাদ

নওগাঁয় আলু চাষিদের বিক্ষোভ: ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে প্রতিবাদ

নওগাঁয় আলুর ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন জেলার আলু চাষিরা। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় চাষিরা রাস্তার ওপর আলু ফেলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

চাষিদের অভিযোগ, এক কেজি আলু উৎপাদন ও সংরক্ষণে তাদের খরচ হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা। অথচ পাইকারি বাজারে আলুর দাম পড়ছে মাত্র ১১–১২ টাকা। ফলে প্রতি কেজিতে তারা ১৭–১৮ টাকা পর্যন্ত লোকসান গুনছেন।

বিক্ষোভে অংশ নেওয়া আলু চাষি বুলবুল ইসলাম বলেন, “মণ প্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ১২০০ থেকে ১৩০০ টাকা। অথচ এখন বিক্রি হচ্ছে মাত্র ৫০০–৬০০ টাকায়। এতে আমরা ঋণ শোধ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছি না।”

আরেক চাষি সাইফুল আলম বলেন, “ধান-গমের মতো আলুরও যদি সরকারিভাবে দাম নির্ধারণ করা হতো তাহলে কৃষকরা এভাবে ক্ষতিগ্রস্ত হতো না।”

চাষিরা জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করলেও লোকসানের কারণে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাই তারা ধান, চাল ও গমের মতো আলুরও সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানান।

নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা সোহাগ সরকার বলেন, “চাষিদের দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। টিসিবি বা ওএমএস-এর মাধ্যমে আলু বাজারজাতকরণের চিন্তা চলছে। এতে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।”

চাষিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

জনপ্রিয় সংবাদ

সচিবকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে তালা দিলেন বিএনপি নেতা, আটক ৬

নওগাঁয় আলু চাষিদের বিক্ষোভ: ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে প্রতিবাদ

আপডেট সময় ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

নওগাঁয় আলুর ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন জেলার আলু চাষিরা। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় চাষিরা রাস্তার ওপর আলু ফেলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

চাষিদের অভিযোগ, এক কেজি আলু উৎপাদন ও সংরক্ষণে তাদের খরচ হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা। অথচ পাইকারি বাজারে আলুর দাম পড়ছে মাত্র ১১–১২ টাকা। ফলে প্রতি কেজিতে তারা ১৭–১৮ টাকা পর্যন্ত লোকসান গুনছেন।

বিক্ষোভে অংশ নেওয়া আলু চাষি বুলবুল ইসলাম বলেন, “মণ প্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ১২০০ থেকে ১৩০০ টাকা। অথচ এখন বিক্রি হচ্ছে মাত্র ৫০০–৬০০ টাকায়। এতে আমরা ঋণ শোধ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছি না।”

আরেক চাষি সাইফুল আলম বলেন, “ধান-গমের মতো আলুরও যদি সরকারিভাবে দাম নির্ধারণ করা হতো তাহলে কৃষকরা এভাবে ক্ষতিগ্রস্ত হতো না।”

চাষিরা জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করলেও লোকসানের কারণে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাই তারা ধান, চাল ও গমের মতো আলুরও সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানান।

নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা সোহাগ সরকার বলেন, “চাষিদের দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। টিসিবি বা ওএমএস-এর মাধ্যমে আলু বাজারজাতকরণের চিন্তা চলছে। এতে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।”

চাষিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।