ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Logo বিধিমালা ভঙ্গের পরও হামীমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কমিশন: বাকের Logo জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: জি কে গউছ Logo মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের “A+ সংবর্ধনা” অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা Logo এখন জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে: নুর Logo শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম: রিজভী Logo কেন্দ্র দখল করলেই ভোট বাতিল করা হবে: সিইসি নাসির উদ্দিন Logo বাজারে কমছে চালের দাম,বন্দরে ঢুকছে ভারতীয় চাল বোঝাই শত শত ট্রাক Logo চকরিয়া থানায় যুবকের মৃত্যু: এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার Logo ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ, পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় আলু চাষিদের বিক্ষোভ: ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে প্রতিবাদ

নওগাঁয় আলু চাষিদের বিক্ষোভ: ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে প্রতিবাদ

নওগাঁয় আলুর ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন জেলার আলু চাষিরা। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় চাষিরা রাস্তার ওপর আলু ফেলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

চাষিদের অভিযোগ, এক কেজি আলু উৎপাদন ও সংরক্ষণে তাদের খরচ হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা। অথচ পাইকারি বাজারে আলুর দাম পড়ছে মাত্র ১১–১২ টাকা। ফলে প্রতি কেজিতে তারা ১৭–১৮ টাকা পর্যন্ত লোকসান গুনছেন।

বিক্ষোভে অংশ নেওয়া আলু চাষি বুলবুল ইসলাম বলেন, “মণ প্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ১২০০ থেকে ১৩০০ টাকা। অথচ এখন বিক্রি হচ্ছে মাত্র ৫০০–৬০০ টাকায়। এতে আমরা ঋণ শোধ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছি না।”

আরেক চাষি সাইফুল আলম বলেন, “ধান-গমের মতো আলুরও যদি সরকারিভাবে দাম নির্ধারণ করা হতো তাহলে কৃষকরা এভাবে ক্ষতিগ্রস্ত হতো না।”

চাষিরা জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করলেও লোকসানের কারণে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাই তারা ধান, চাল ও গমের মতো আলুরও সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানান।

নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা সোহাগ সরকার বলেন, “চাষিদের দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। টিসিবি বা ওএমএস-এর মাধ্যমে আলু বাজারজাতকরণের চিন্তা চলছে। এতে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।”

চাষিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় আলু চাষিদের বিক্ষোভ: ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে প্রতিবাদ

আপডেট সময় ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

নওগাঁয় আলুর ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন জেলার আলু চাষিরা। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় চাষিরা রাস্তার ওপর আলু ফেলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

চাষিদের অভিযোগ, এক কেজি আলু উৎপাদন ও সংরক্ষণে তাদের খরচ হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা। অথচ পাইকারি বাজারে আলুর দাম পড়ছে মাত্র ১১–১২ টাকা। ফলে প্রতি কেজিতে তারা ১৭–১৮ টাকা পর্যন্ত লোকসান গুনছেন।

বিক্ষোভে অংশ নেওয়া আলু চাষি বুলবুল ইসলাম বলেন, “মণ প্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ১২০০ থেকে ১৩০০ টাকা। অথচ এখন বিক্রি হচ্ছে মাত্র ৫০০–৬০০ টাকায়। এতে আমরা ঋণ শোধ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছি না।”

আরেক চাষি সাইফুল আলম বলেন, “ধান-গমের মতো আলুরও যদি সরকারিভাবে দাম নির্ধারণ করা হতো তাহলে কৃষকরা এভাবে ক্ষতিগ্রস্ত হতো না।”

চাষিরা জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করলেও লোকসানের কারণে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাই তারা ধান, চাল ও গমের মতো আলুরও সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানান।

নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা সোহাগ সরকার বলেন, “চাষিদের দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। টিসিবি বা ওএমএস-এর মাধ্যমে আলু বাজারজাতকরণের চিন্তা চলছে। এতে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।”

চাষিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।