বগুড়ায় চোর সন্দেহে জয় মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়ার স্বাধীন মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে জয় কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে যায়।
এ সময় জয়কে দেখে চিৎকার শুরু করেন মন্টু। পরে বাড়ির সবাই বের হলে জয় ভয়ে বাড়ির ভেতরে থাকা কাঁঠালগাছে ওঠে।
গাছ থেকে নামিয়ে মন্টু ও তার বড় ভাই আশরাফুল জয়কে পেটানো শুরু করেন। এর মধ্যে চোর আটকের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে জয়কে পেটান।
পরে রাত ১০টার দিকে মন্টুর বাড়িতেই জয় মারা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ থানা হেফাজতে নেয়। এ সময় মন্টু ও আশরাফুল পালিয়ে যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, চোর সন্দেহে জয় নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান তিনি।