জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তিতে উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে গণ মিছিল করবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা আগামী ৫ আগস্ট এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে।
মিছিলটি সকাল ১০টায় নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।দলটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসে দেশের জনগণ যে বঞ্চনা, দমন-পীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো—এই গণজাগরণকে জুলাই অভ্যুত্থান আখ্যা দেওয়া হয়েছে।এই অভ্যুত্থান গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং জনতার স্বতঃস্ফূর্ত জাগরণের প্রতীক।
গণমিছিলের মূল দাবি:
– একটি নিরপেক্ষ ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন
– জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা
– দুর্নীতি ও দমন-পীড়নমুক্ত রাষ্ট্রব্যবস্থা
নাটোর জেলা জামায়াতের একাধিক সূত্র ঢাকা ভয়েস24 এর প্রতিনিধিকে জানায়, মিছিলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
দলের নেতারা জানান, ৫ আগস্টের মিছিল হবে জুলাই অভ্যুত্থানের জ্বালাময়ী প্রকাশ। এই মিছিল শুধু দাবি নয়, এটা হবে একটি বার্তা—সরকারের পতন ও পরিবর্তনের বার্তা