নোয়াখালী জেলার সবচেয়ে বড় ক্রীড়াঙ্গন ভুলু স্টেডিয়াম এখন আর খেলোয়াড়দের কণ্ঠে গমগম করে না—বরং গরুর হাম্বা ডাকেই মুখরিত। খেলোয়াড়দের অনুশীলনের মাঠ এখন গবাদি পশুর বিচরণভূমি। গ্যালারির ভেতর পর্যন্ত রাখা হয়েছে গরু, যেখানে দর্শকেরা বসার কথা।
স্থানীয় খেলোয়াড়দের অভিযোগ, বছরের পর বছর স্টেডিয়ামটি অব্যবস্থাপনার শিকার। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আজ এটি পরিণত হয়েছে গরুর খোয়াড়ে। প্রতিদিন তারা মাঠে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হন। মাঠের নিরাপত্তা নেই, ঘাস নেই, নেই কোনো ক্রীড়া পরিবেশ। খেলাধুলার পরিবর্তে সেখানে গরু বেঁধে রাখা হচ্ছে।
স্থানীয় এক ফুটবলার জানান:“আমরা নিয়মিত প্র্যাকটিস করতে চাই, কিন্তু মাঠে প্রবেশ করতে গেলেই দেখা যায় গোবর, গরু আর দুর্গন্ধে পরিবেশ নষ্ট। এটা কি কোনো স্টেডিয়াম? আমাদের তো মনে হয় এটা একটা গরুর হাট।”
স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, ভুলু স্টেডিয়াম একসময় ছিল ক্রীড়া চর্চার প্রাণকেন্দ্র, অথচ আজ তা প্রশাসনের অবহেলায় প্রায় ধ্বংসপ্রাপ্ত। এ অবস্থার দ্রুত পরিবর্তন না হলে নতুন প্রজন্মের খেলোয়াড়রা ক্রীড়া থেকে মুখ ফিরিয়ে নেবে।