২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সন থেকে ২০২২ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) বিভিন্ন ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামোতে (সনাতন) ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উল্লেখ্য যে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভূক্ত সাত কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ইতোমধ্যে আবেদন করেছে তাদের আর নতুন করে আবেদন করার দরকার হবে না। তাদের পূর্বের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবে তাদের জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
ভর্তি প্রার্থীরা ০৩/০৮/২০২৫ তারিখ দুপুর ১২:০০টা থেকে ১০/০৮/২০১৫ তারিখ রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত https://collegeadmission.eis.du.ac.bd ভর্তির আবেদনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০/- (আটশত) টাকা। যা চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা জমা দিতে পারবে
ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে:
১.কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট (শুক্রবার), সময়: বিকেল ৩টা থেকে ৪টা
২.বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), সময়: সকাল ১১টা থেকে ১২টা
৩.ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), সময়: বিকেল ৩টা থেকে ৪টা।
আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,
ভর্তি সম্পর্কিত তথ্যাবলি ও আসন সংখ্যা ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ১৭/০৮/২০২৫ তারিখ থেকে প্রবেশপত্র ও ২০/০৮/২০২৫ তারিখ থেকে পরীক্ষার আসন বিন্যাস ভর্তির আবেদনের ওয়েবসাইট থেকে জানা যাবে।