জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন পরিস্থিতি এখন চরম সংকটময় পর্যায়ে পৌঁছেছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আগের যেকোনো সময়ের তুলনায় আরও দূরে সরে গেছে।
নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার, ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ আয়োজিত একটি সম্মেলনের উদ্বোধনী ভাষণে গুতেরেস বলেন, “গাজা ভূখণ্ডকে নিশ্চিহ্ন করার কোনো ন্যায্যতা থাকতে পারে না।”
তিনি আরও বলেন, “নাগরিকদের জীবন সুরক্ষা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অন্তর্ভুক্ত। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে মানবিক সহায়তা নিশ্চিত না করে যে কোনো সামরিক অভিযান মানবাধিকারের লঙ্ঘন হিসেবেই বিবেচিত হবে।”
গুতেরেস বলেছেন, “আজ আমরা এখানে এসেছি চোখ খোলা রেখেই, আমাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তা পুরোপুরি বুঝেই।”
আমরা জানি, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে, যা বারবার আশাকে ব্যর্থ করেছে, কূটনীতিকে ব্যর্থ করেছে, অগণিত প্রস্তাবকে উপেক্ষা করেছে এবং বাস্তবে আন্তর্জাতিক আইনকেও চ্যালেঞ্জ করেছে, বলেন তিনি।
তবে তিনি বলেন, এই সংঘাতের স্থায়ীত্ব অনিবার্য নয়। এর সমাধান সম্ভব।” তিনি আরো বলেন, “গাজার ওপর চলমান যুদ্ধ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে আরো জরুরি করে তুলেছে।
বিশ্বের চোখের সামনে গাজাকে যেভাবে নিশ্চিহ্ন করা হয়েছে, তার কোনো ন্যায্যতা থাকতে পারে না,” বলেন গুতেরেস।
তিনি বলেন, “এই ভয়াবহ বাস্তবতার কারণেই আমাদের আরো বেশি কিছু করতে হবে, যেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়িত হয়। আজকের এই সম্মেলন একটি বিরল এবং অপরিহার্য সুযোগ।