কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না। যত পরিচয় দেওয়া হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, “চাঁদাবাজির বিষয়ে কী হচ্ছে, আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে চাঁদাবাজদের আমরা ছাড় দিইনি। গুলশানে চাঁদাবাজদের ধরেছি না? কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক। যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।”