ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মাদক সহ যুবদল নেতা গ্রেফতার

মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলকে মাদকসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব ধরনের দায়িত্ব ও পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) মানিকগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রাজীব হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল একটি শৃঙ্খলাপরায়ণ ও আদর্শভিত্তিক সংগঠন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনও কর্মকাণ্ডকে সমর্থন করে না যুবদল। এ কারণে সংগঠনের স্বার্থে রাশেদুল ইসলাম রাসেলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই রাতে শহরের উত্তর সেওতা এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাশেদ দীর্ঘদিন ধরেই মাদকের সঙ্গে জড়িত। তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।

জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘কোনও ব্যক্তি বা নেতার ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নেবে না। যুবদল কখনও অনৈতিক কর্মকাণ্ডের পক্ষে নয়।’

পুলিশ জানায়, রাশেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউরোপের চার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন ঢাকা কলেজের সাকিব

মানিকগঞ্জে মাদক সহ যুবদল নেতা গ্রেফতার

আপডেট সময় ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলকে মাদকসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব ধরনের দায়িত্ব ও পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) মানিকগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রাজীব হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল একটি শৃঙ্খলাপরায়ণ ও আদর্শভিত্তিক সংগঠন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনও কর্মকাণ্ডকে সমর্থন করে না যুবদল। এ কারণে সংগঠনের স্বার্থে রাশেদুল ইসলাম রাসেলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই রাতে শহরের উত্তর সেওতা এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাশেদ দীর্ঘদিন ধরেই মাদকের সঙ্গে জড়িত। তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।

জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘কোনও ব্যক্তি বা নেতার ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নেবে না। যুবদল কখনও অনৈতিক কর্মকাণ্ডের পক্ষে নয়।’

পুলিশ জানায়, রাশেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।