ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান ঢাবি উপাচার্যের Logo বিক্ষোভে উত্তাল নেপাল : নিহত ১৯, কাঠমান্ডুতে কারফিউ Logo সন্ত্রা/সবিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে Logo ডাকসু নির্বাচনকে ঘিরে মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ সদস্য Logo ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নেই কোনো শঙ্কা Logo এবার ভিপি প্রার্থী শামীমের পক্ষে ভোট চাইলেন আওয়ামীপন্থী অধ্যাপক আ ক ম জামাল Logo জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধির সাক্ষাৎ Logo “সরকারকে বলছি, শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা না” Logo ডাকসুতে ছাত্রলীগ সমর্থিত প্যানেলে আছেন যারা Logo ডাকসুতে ছাত্রলীগ সমর্থিত প্যানেলে আছেন যারা

ভারত, চীন ও সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসাসেবা দিতে আসা সিঙ্গাপুর, চীন এবং ভারতের ২১ চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রোববার (২৭ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

এই জাতীয় সংকটকালীন সময়ে তাদের নিষ্ঠা ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা। এ টিমগুলো কেবল দক্ষতা নয়, হৃদয় নিয়েই এসেছে বলে জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তাদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্যের প্রতিফলন এবং বিপদের সময় বৈশ্বিক অংশীদারত্বের মূল্য প্রমাণ করে। আহতদের মধ্যে অনেকেই শিশু। তাদের জরুরি চিকিৎসা এবং ট্রমা কেয়ার নিশ্চিত করতে এই মেডিকেল টিমগুলো স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলেমিশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

প্রধান উপদেষ্টা টিমগুলোর দ্রুত আগমন এবং কাজ শুরু করার জন্য কূটনৈতিক সমন্বয়ের প্রশংসা করেন। সফররত চিকিৎসকদের মিশন বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টা অনুরোধ বলেন, তারা যেন ভার্চুয়ালি হলেও বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখেন। প্রাতিষ্ঠানিক সহযোগিতা, চিকিৎসা শিক্ষা বিনিময় এবং স্বাস্থ্য খাতে সক্ষমতা উন্নয়ন ও উদ্ভাবনে স্থায়ী সম্পৃক্ততার জন্য।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, ‘এ ধরনের অংশীদারত্ব জনস্বাস্থ্য এবং জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।’

সাক্ষাৎকালে সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের ১০ জন, চীনের আটজন এবং ভারতের চারজন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান ঢাবি উপাচার্যের

ভারত, চীন ও সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসাসেবা দিতে আসা সিঙ্গাপুর, চীন এবং ভারতের ২১ চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রোববার (২৭ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

এই জাতীয় সংকটকালীন সময়ে তাদের নিষ্ঠা ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা। এ টিমগুলো কেবল দক্ষতা নয়, হৃদয় নিয়েই এসেছে বলে জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তাদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্যের প্রতিফলন এবং বিপদের সময় বৈশ্বিক অংশীদারত্বের মূল্য প্রমাণ করে। আহতদের মধ্যে অনেকেই শিশু। তাদের জরুরি চিকিৎসা এবং ট্রমা কেয়ার নিশ্চিত করতে এই মেডিকেল টিমগুলো স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলেমিশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

প্রধান উপদেষ্টা টিমগুলোর দ্রুত আগমন এবং কাজ শুরু করার জন্য কূটনৈতিক সমন্বয়ের প্রশংসা করেন। সফররত চিকিৎসকদের মিশন বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টা অনুরোধ বলেন, তারা যেন ভার্চুয়ালি হলেও বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখেন। প্রাতিষ্ঠানিক সহযোগিতা, চিকিৎসা শিক্ষা বিনিময় এবং স্বাস্থ্য খাতে সক্ষমতা উন্নয়ন ও উদ্ভাবনে স্থায়ী সম্পৃক্ততার জন্য।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, ‘এ ধরনের অংশীদারত্ব জনস্বাস্থ্য এবং জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।’

সাক্ষাৎকালে সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের ১০ জন, চীনের আটজন এবং ভারতের চারজন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন।