ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

২০২৫ সালের বাকি সময়ের জন্য বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সম্প্রতি এক ঘোষণার মাধ্যমে এ কমিটির দায়িত্বপ্রাপ্ত দুই গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের নাম প্রকাশ করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ আল আমিন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান।

দীর্ঘদিন ধরে মাদরাসা শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ বিভিন্ন সময় সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষাবিষয়ক সেমিনার, মানবিক সহায়তা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত আহ্বায়ক হাফেজ আল আমিন বলেন, “মাদরাসা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে আমরা কাজ করে যাব। দেশের প্রতিটি অঞ্চলে ছাত্রদের সাথে সংগঠনের সম্পৃক্ততা বৃদ্ধি করাই আমাদের অন্যতম অগ্রাধিকার।” একইসঙ্গে সদস্যসচিব মিজানুর রহমান জানান, “এই দায়িত্ব বড় একটি আমানত। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। মাদরাসা শিক্ষার্থীদের অধিকার আদায় ও নেতৃত্ব বিকাশে আমরা সক্রিয় থাকব ইনশাআল্লাহ।”
বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে কওমি ও আলিয়া ধারার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও মানবিক চেতনা জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটির এ নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।
ট্যাগস :

ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

আপডেট সময় ০৯:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

২০২৫ সালের বাকি সময়ের জন্য বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সম্প্রতি এক ঘোষণার মাধ্যমে এ কমিটির দায়িত্বপ্রাপ্ত দুই গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের নাম প্রকাশ করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ আল আমিন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান।

দীর্ঘদিন ধরে মাদরাসা শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ বিভিন্ন সময় সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষাবিষয়ক সেমিনার, মানবিক সহায়তা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত আহ্বায়ক হাফেজ আল আমিন বলেন, “মাদরাসা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে আমরা কাজ করে যাব। দেশের প্রতিটি অঞ্চলে ছাত্রদের সাথে সংগঠনের সম্পৃক্ততা বৃদ্ধি করাই আমাদের অন্যতম অগ্রাধিকার।” একইসঙ্গে সদস্যসচিব মিজানুর রহমান জানান, “এই দায়িত্ব বড় একটি আমানত। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। মাদরাসা শিক্ষার্থীদের অধিকার আদায় ও নেতৃত্ব বিকাশে আমরা সক্রিয় থাকব ইনশাআল্লাহ।”
বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে কওমি ও আলিয়া ধারার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও মানবিক চেতনা জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটির এ নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।