ঢাকাস্থ হাতিয়া ফোরামের ২০২৫-২০২৬ সেশনের জন্য ৭৩ সদস্যের একটি বিস্তৃত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে উপদেষ্টা ১৭ জন, সভাপতি ও সহ-সভাপতি ১৬ জন, সম্পাদক ও সহ-সম্পাদক ১২ জন, বিভাগীয় সম্পাদক ১৭ জন এবং কার্যনির্বাহী সদস্য ১৩ জন অন্তর্ভুক্ত রয়েছেন।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন অধ্যাপক মাওলানা নুরুল আমিন, যিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইহসান। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তাফহিম ইলিয়াস।
কমিটিতে ইসলামী চিন্তাবিদ, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, গবেষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ ও গুণী ব্যক্তিবর্গ স্থান পেয়েছেন। এ বহুমাত্রিক নেতৃত্বে ফোরামের আগামী কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ঢাকায় অবস্থানরত হাতিয়াবাসীর সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।