ঢাকাস্থ কাউনিয়া উপজেলা সমিতি (ঢাকাউস)-এর উদ্যোগে ‘গেট টুগেদার উইথ গ্র্যান্ড ডিনার’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের যয়তুন রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসকারী দুই শতাধিক কাউনিয়াবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাউস-এর সভাপতি অ্যাডভোকেট বাবর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।
গেট টুগেদার উইথ গ্র্যান্ড ডিনারে শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে জুলাই আন্দোলনে শহীদ আ.লতিফের স্ত্রী এবং আহত জুলাই যোদ্ধা সৌরভ ইসলাম।
ঢাকাউস-এর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম। সংগঠনের কাঠামো ও কার্যক্রম উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক মমিন মিল্লাত ।
গেট টুগেদার উইথ গ্র্যান্ড ডিনারে মূল পর্বগুলোতে ছিল:পরিচিতি পর্ব ও মতবিনিময়, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া,অতিথিদের বক্তব্য,গ্র্যান্ড ডিনার এবংফটোসেশন ও সাংস্কৃতিক পরিবেশনা
ঢাকাউস অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. জহির উদ্দিন মো. বাবর, ইঞ্জিনিয়ার রওশন আলী এবং উপদেষ্টা পরিষদের সদস্য শরাফত হোসেন জন, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোতাহার হোসেন ও জামাল উদ্দিন প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শহীদার রহমান শহীদ, আইন সম্পাদক অ্যাডভোকেট আতিক আশরাফ, অর্থ সম্পাদক এম এ মানিক পাটোয়ারী, অফিস সম্পাদক আক্তারুজ্জামান আকন্দ, সাংস্কৃতিক সম্পাদক রহিমা খাতুন, প্রচার ও মিডিয়া সম্পাদক খায়রুন নাহার মিল্কী, আমসার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাহ আলম প্রমূখ।