ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া Logo দুর্যোগের পরই উঠে আসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রশ্ন, কিন্তু উত্তর আসে না Logo গাজাবাসীর প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের Logo ঢাকায় ঢাকাউস-এর আয়োজনে কাউনিয়াবাসীর মিলনমেলা Logo ফেসবুকে প্রেমের পর বিয়ে, দেড় মাস সংসার করে বুঝলেন নববধূ ‘পুরুষ’ Logo নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: ড. ইউনূস Logo ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু Logo জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান: আমীর খসরু Logo এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে, খেলার সময়সূচি জানুন Logo গাজায় শিশুদের অনাহারে হত্যা করা হচ্ছে

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে নতুন একটি পেশাদার সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘২৪-এর জুলাই বিপ্লব’-এর শহীদ ওসমানের পিতা আবদুর রহমান সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সদস্য সচিব করে ৫৪ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে সদস্য সচিব ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান জাতীয় চেতনায় নতুন জাগরণ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে ইউটিএল একটি পেশাদার শিক্ষক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে, যার লক্ষ্য একাডেমিক সততা, গবেষণায় উৎকর্ষতা ও জাতীয় দায়িত্ববোধ প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “ইউটিএল কেবল একটি সংগঠন নয়—এটি একটি মূল্যবোধভিত্তিক আন্দোলন। যারা বিশ্বাস করেন শিক্ষকরা জাতির চিন্তার পথপ্রদর্শক এবং সুশিক্ষা সমাজকে ন্যায় ও নৈতিকতার পথে পরিচালিত করে—ইউটিএল সেই শিক্ষকদের জন্যই গঠিত।”

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তিনি জানান, ইউটিএল একটি অন্তর্ভুক্তিমূলক, অরাজনৈতিক শিক্ষক সংগঠন হিসেবে কাজ করবে। এর মিশন হবে শিক্ষকদের পেশাগত স্বার্থ রক্ষা, শিক্ষা ও নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং একাডেমিক পরিসরকে নৈতিক ও মুক্ত চিন্তার ক্ষেত্র হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ‘জুলাই বিপ্লব’-এর শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় ০৯:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে নতুন একটি পেশাদার সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘২৪-এর জুলাই বিপ্লব’-এর শহীদ ওসমানের পিতা আবদুর রহমান সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সদস্য সচিব করে ৫৪ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে সদস্য সচিব ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান জাতীয় চেতনায় নতুন জাগরণ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে ইউটিএল একটি পেশাদার শিক্ষক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে, যার লক্ষ্য একাডেমিক সততা, গবেষণায় উৎকর্ষতা ও জাতীয় দায়িত্ববোধ প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “ইউটিএল কেবল একটি সংগঠন নয়—এটি একটি মূল্যবোধভিত্তিক আন্দোলন। যারা বিশ্বাস করেন শিক্ষকরা জাতির চিন্তার পথপ্রদর্শক এবং সুশিক্ষা সমাজকে ন্যায় ও নৈতিকতার পথে পরিচালিত করে—ইউটিএল সেই শিক্ষকদের জন্যই গঠিত।”

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তিনি জানান, ইউটিএল একটি অন্তর্ভুক্তিমূলক, অরাজনৈতিক শিক্ষক সংগঠন হিসেবে কাজ করবে। এর মিশন হবে শিক্ষকদের পেশাগত স্বার্থ রক্ষা, শিক্ষা ও নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং একাডেমিক পরিসরকে নৈতিক ও মুক্ত চিন্তার ক্ষেত্র হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ‘জুলাই বিপ্লব’-এর শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।