চলমান আন্দোলনে গত ২২ দিনে বিএনপির ১৫ জন নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় সারাদেশে ছয় সহস্রাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫১০ জন গ্রেফতার হয়েছেন। মামলা হয়েছে ১৮টি। এতে আসামি করা হয়েছে ২০৮৫ জনকে। আহত হয়েছেন শতাধিক এবং একজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে এ পর্যন্ত বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট গ্রেফতার ১৬৭০১ জন, মোট মামলা ৭০৭টির অধিক। এসব মামলায় মোট আসামি ৫৯৬০৮ জন, মোট আহত ৬৩২৪ জনের অধীক নেতাকর্মী। এসময়ে মোট মৃত্যু ১৫ জনের (সাংবাদিক ১ জন)।