ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৫ দিনের পূর্বাভাসে যে অঞ্চলে হতে পারে ভারি বর্ষণ Logo পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প Logo আজ টিভিতে যে খেলা দেখবেন Logo বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন করবে- ডা: গোলাম কাদের চৌধুরী Logo গাইবান্ধা নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক অবশেষে বিয়ে Logo যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ Logo পরিবেশ আইন অমান্য করে রাতের আঁধারে মুনিরীয়ার পীরের পুকুর ভরাট Logo নাটোর-০২ আসনে বিএনপিতে দুগ্রুপের কোন্দল, মাঠ গোছাচ্ছে জামায়াত Logo গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীর স্বরূপ সাহিত্যের সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান

টঙ্গীতে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

টঙ্গীতে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় শাহিন মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার তিন যাত্রী আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শনিবার (২৬ জুলাই) ভোর ৫টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া গাজীপুর মহানগরীর পূবাইল থানার নন্দিবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মৃত বদিউল আলম ব্যাপারীর ছেলে। শনিবার দুপুর পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,সিলেটগামী ‘বিলাশ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চালক শাহিন ও এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেলে নিলে শাহিন মিয়া মারা যান। অন্য গুরুতর আহত যাত্রীকে ভর্তি করা হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। অপর দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাস্থল টঙ্গী ও পূবাইল থানার সীমানা এলাকায় পড়েছে। পূবাইল থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৫ দিনের পূর্বাভাসে যে অঞ্চলে হতে পারে ভারি বর্ষণ

টঙ্গীতে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

আপডেট সময় ০৮:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় শাহিন মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার তিন যাত্রী আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শনিবার (২৬ জুলাই) ভোর ৫টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া গাজীপুর মহানগরীর পূবাইল থানার নন্দিবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মৃত বদিউল আলম ব্যাপারীর ছেলে। শনিবার দুপুর পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,সিলেটগামী ‘বিলাশ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চালক শাহিন ও এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেলে নিলে শাহিন মিয়া মারা যান। অন্য গুরুতর আহত যাত্রীকে ভর্তি করা হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। অপর দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাস্থল টঙ্গী ও পূবাইল থানার সীমানা এলাকায় পড়েছে। পূবাইল থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।