গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় শাহিন মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার তিন যাত্রী আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শনিবার (২৬ জুলাই) ভোর ৫টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া গাজীপুর মহানগরীর পূবাইল থানার নন্দিবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মৃত বদিউল আলম ব্যাপারীর ছেলে। শনিবার দুপুর পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,সিলেটগামী ‘বিলাশ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চালক শাহিন ও এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেলে নিলে শাহিন মিয়া মারা যান। অন্য গুরুতর আহত যাত্রীকে ভর্তি করা হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। অপর দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাস্থল টঙ্গী ও পূবাইল থানার সীমানা এলাকায় পড়েছে। পূবাইল থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।