এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ (A+) প্রাপ্ত গাইবান্ধার ৫০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।
সোমবার (২৫ জুলাই) সকালে গাইবান্ধা শহরের হোটেল আর. রহমান মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবির সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবিতা বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ড. মাহফুজুর রহমান আকন্দ।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই সফলতা কোনো শেষ নয়, বরং এটা আগামী দিনের প্রস্তুতির সূচনা। একাডেমিক জীবনের পাশাপাশি পরকালীন সফলতার কথাও আমাদের ভাবতে হবে। দেশ ও জাতির জন্য নিজেকে একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সময়ের দাবি।”
প্রধান আলোচক ডা. রেজওয়ানুল হক বলেন, “মেধাবীদের কেবল নিজের সাফল্যেই থেমে থাকলে চলবে না। জাতির কল্যাণে তাদের এগিয়ে আসতে হবে। সততা, দক্ষতা ও দেশপ্রেমকে জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেটিনা রংপুর শাখার সহকারী মহাপরিচালক ডা. মোহাম্মদ শাওন এবং রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের পরিচালক ডা. আব্দুর রহিম সরকার।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. ওবায়দুল হক এবং মো. আবু হাসান।
অনুষ্ঠানে ৫০০ A+ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এই শিক্ষাবান্ধব ও উৎসাহব্যঞ্জক আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।