গাইবান্ধা সাঘাটা থানার ভিতরে প্রবেশ করে মহসিন আলী নামে থানার কর্মরত এস আইয়ের মাথায় ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যক্তি,ঘটনাটি ঘটে , ২৪ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ডিউটির সময় হঠাৎ করে থানার ভিতরে প্রবেশ করে এক ব্যক্তি এসআই মহসিন আলীর ওপর হামলা চালায় । হামলার পরপরই তিনি থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় হামলাকারী। পরে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালায়। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। পরের দিন শুক্রবার ফায়ার সার্ভিস এসে তল্লাশি করে যুবকের লাশ উদ্ধার করেন পুকুর থেকে তবে কেন এবং কি কারণে তার ওপর হামলা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি থানা পুলিশ।
এদিকে আহত এএসআই মহসিন আলীকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার (এএসআই) লিটন মিয়া