ভারতে পালানোর সময় বাগেরহাট সদর থানার সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে দাতাল মনিরকে আটক করেছে বেনাপোলে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্রে জানায়, মনির হোসেন ভারতে যাওয়ার সময় তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে ইমিগ্রেশন পুলিশের কাছে পাসপোর্ট জমা দেন। কর্তৃপক্ষ পাসপোর্ট নিয়ে তার ডাটাবেজ যাচাই করে। এ সময় তার নামে বাগেরহাট সদর থানায় মামলা পাওয়া যায়। এ সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেছেন, ভারতে গমনকালে প্রতিটি যাত্রীদের যাচাইবাছাই করে পাঠানো হয়। মনির হোসেনের পাসপোর্ট তেমনি যাচাইবাছাইয়ে তার নামে মামলা পাওয়া যায়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।