মুক্তবাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাজ্য। এর বদৌলতে দুই দেশের শত শত কোটি ডলারের রপ্তানি বৃদ্ধি পাবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার ( ২৪ জুলাই ) চুক্তিতে স্বাক্ষর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
এই চুক্তির আওতায় যুক্তরাজ্যের গাড়ি এবং হুইস্কি ভারতে স্বল্পমূল্যে রপ্তানি করা হবে এবং ভারতীয় বস্ত্র ও গয়না যুক্তরাজ্যে কম দামে রপ্তানি করা হবে। এই চুক্তিতে পৌঁছাতে তিন বছর সময় লেগেছে। চুক্তিতে অবৈধ অভিবাসন মোকাবেলায় ভারত-যুক্তরাজ্যের একটি নতুন পরিকল্পনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
তবে ব্রিটিনে চুক্তির বিরোধীরা সতর্ক করে দিয়ে বলেছেন, সামাজিক নিরাপত্তার মেয়াদ বৃদ্ধির কারণে এই চুক্তি ব্রিটিশ শ্রমিকদের ক্ষতি করতে পারে। অবশ্য যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস জানিয়েছেন, এটি ‘সম্পূর্ণ ভুল’ এবং অন্যান্য অনেক দেশে ভারতীয় শ্রমিকরা যে সুবিধা পেয়ে থাকেন যুক্তরাজ্যে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শ্রমিকরা একইধরনের সুবিধা পাবেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্সে স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্যার কিয়ার বলেন, ব্রেক্সিটের পর থেকে যুক্তরাজ্য-ভারত চুক্তি ‘সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ’ বাণিজ্য চুক্তি।