ফরিদপুর-মাগুরা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল দশটার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাস দুটি দ্রুত গতিতে চলছিল। উভয় চালকের অসতর্কতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।