বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার ২০২৫ সালের বাকি সময়ের জন্য সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাসিবুল ইসলাম সিফাত।
বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের একটি অডিটোরিয়ামে এ সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেল এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সেক্রেটারিয়েট, থানা দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
পরিষেশে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।