ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ফুল কুুঁড়ি কোম্পানীগঞ্জ শাখার দোয়ার অনুষ্ঠান Logo নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের ২০২৫ সালের জন্য নতুন সভাপতি-আকরাম, সেক্রেটারি-সিফাত Logo ‘কাইন্দেন না’ বলতেই আরও বেশি কাঁদলেন পলক Logo পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা Logo আসামি ছাড়িয়ে নিতে থানায় বিএনপি-গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হাতাহাতি Logo নির্বাচনে কালো টাকার খেলা ও মাস্তানতন্ত্র বরদাশত করা হবে না: জামায়াত আমির Logo বিমান বিধ্বস্ত: ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল Logo এনসিপির এজেন্ডা বিএনপির নামে বদনাম করা: ইশরাক Logo বিমান বিধ্বস্তে মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর Logo চাঁদাবাজি-সন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

‘কাইন্দেন না’ বলতেই আরও বেশি কাঁদলেন পলক

এক সময়ের প্রভাবশালী প্রতিমন্ত্রী ও তিনবারের এমপি জুনায়েদ আহমেদ পলক ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের একজন। যিনি সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন, আলোচনার শীর্ষে ছিলেন। সেই পলকই আজ আদালতের প্রিজনভ্যানে দাঁড়িয়ে কাঁদলেন।

 

পরে শুনানি শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রিজনভ্যানে তুলে তাকে ফেরত পাঠানো হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এ সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, দুই হাতে হাতকড়া। তবে প্রিজনভ্যানে ওঠানোর পর খুলে দেয়া হয় হেলমেট ও হাতকড়া। এ সময় পলকের কাছাকাছি চলে আসেন কিছু মানুষ। তারা পলকের এলাকার (নাটোর) লোক বলে জানা যায়।

এই লোকদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ বলতে থাকেন, ‘আপনার জন্য দোয়া করি।’ তখন পলক তাদের উদ্দেশে বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

এরপর দেখা যায়, প্রিজনভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোহার ফোকর দিয়ে লোকজনের উদ্দেশে বলতে থাকেন, ‘আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাইকেন।’

তখন একজন বলেন, ‘কোনো টেনশন কইরেন না, ভাই।’ এ কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, ‘পলক ভাই, কাইন্দেন না।’ এ সময় আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে থাকেন পলক।

একপর্যায়ে সেখানে উপস্থিত হন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার একজন পুলিশ কর্মকর্তা। কিছুক্ষণ পরেই প্রিজনভ্যানটি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়। পলক প্রিজনভ্যানের ভেতরে চুপচাপ বসে থাকেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে। তদন্ত এখনো চলমান।

গত বছরের ১৫ আগস্ট গ্রেফতার হন পলক। এরপর থেকে এখন পর্যন্ত ৭০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। রিমান্ডে নেয়া হয়েছে মোট ৬২ দিন।
 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ফুল কুুঁড়ি কোম্পানীগঞ্জ শাখার দোয়ার অনুষ্ঠান

‘কাইন্দেন না’ বলতেই আরও বেশি কাঁদলেন পলক

আপডেট সময় ১১:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

এক সময়ের প্রভাবশালী প্রতিমন্ত্রী ও তিনবারের এমপি জুনায়েদ আহমেদ পলক ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের একজন। যিনি সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন, আলোচনার শীর্ষে ছিলেন। সেই পলকই আজ আদালতের প্রিজনভ্যানে দাঁড়িয়ে কাঁদলেন।

 

পরে শুনানি শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রিজনভ্যানে তুলে তাকে ফেরত পাঠানো হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এ সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, দুই হাতে হাতকড়া। তবে প্রিজনভ্যানে ওঠানোর পর খুলে দেয়া হয় হেলমেট ও হাতকড়া। এ সময় পলকের কাছাকাছি চলে আসেন কিছু মানুষ। তারা পলকের এলাকার (নাটোর) লোক বলে জানা যায়।

এই লোকদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ বলতে থাকেন, ‘আপনার জন্য দোয়া করি।’ তখন পলক তাদের উদ্দেশে বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

এরপর দেখা যায়, প্রিজনভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোহার ফোকর দিয়ে লোকজনের উদ্দেশে বলতে থাকেন, ‘আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাইকেন।’

তখন একজন বলেন, ‘কোনো টেনশন কইরেন না, ভাই।’ এ কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, ‘পলক ভাই, কাইন্দেন না।’ এ সময় আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে থাকেন পলক।

একপর্যায়ে সেখানে উপস্থিত হন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার একজন পুলিশ কর্মকর্তা। কিছুক্ষণ পরেই প্রিজনভ্যানটি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়। পলক প্রিজনভ্যানের ভেতরে চুপচাপ বসে থাকেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে। তদন্ত এখনো চলমান।

গত বছরের ১৫ আগস্ট গ্রেফতার হন পলক। এরপর থেকে এখন পর্যন্ত ৭০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। রিমান্ডে নেয়া হয়েছে মোট ৬২ দিন।