মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত-নিহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদানসহ নানা দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজের শহীদ মিনার সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি মৌসুমী আক্তার মৌ-এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থীবেলায়েত হোসেন, তপু বর্মন, লিমন হোসেন, ছাত্রফ্রন্ট মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত ও আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত শিক্ষার্থীদের দ্রুত উন্নত চিকিৎসা দিতে হবে। সেই সাথে সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান, বিমান বাহিনীর আধুনিকায়ন, পুরনো ত্রুটিপূর্ণ বিমানব্যবহার পরিহার করা ও ঘনবসতিপূর্ণ এলাকার বাহিরে বিমান প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।
ঢাকা ভয়েস ২৪/হাবিবুল