নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মরদেহের নাক ও মুখে রক্তের চিহ্ন ছিল। মরদেহের পাশেই একটি লাঠি ও একটি ঝোলা ব্যাগ পড়ে ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে তিনি একজন ফকির বা ভবঘুরে ছিলেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেছেন, মরদেহটি শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কার্যক্রম রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।