ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম Logo শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার Logo বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন Logo ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমাবর্তন” অনুষ্ঠান Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

৪৮তম বিসিএসে ৩ জন বদলি পরীক্ষার্থী শনাক্ত, ব্যবস্থা নিল পিএসসি

৪৮তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) বদলি পরীক্ষার্থী শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত শুক্রবার (১৮ জুলাই) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা রাজধানীর ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, পরীক্ষা চলাকালে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দুজন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে একজন বদলি পরীক্ষার্থী শনাক্ত হয়েছে। মো. নাজমুল হাসান (রেজি. নম্বর ৪৮১৩০৫৮৭), পিতা মো. আকবর আলী, মাতা মোসাম্মৎ নাজমা বেগম, জেলা সিরাজগঞ্জের পরিবর্তে বদলি পরীক্ষার্থী মো. ফাহাদ মৃধা (বয়স ২৪), পিতা মো. রেফা মৃধা এবং মাতা তমা প্রামাণিক (রেজি. নম্বর ৪৮১৩০৪৭৫), পিতা প্রবীণ কুমার প্রামাণিক, মাতা নন্দিতা সরকার, জেলা নাটোরের পরিবর্তে বদলি পরীক্ষার্থী জেসমিন আক্তার, বয়স (২৮), পিতা মো. মোখলেছুর রহমান) এবং মো. লিটন শেখ (রেজি. নম্বর ৪৮১৩২৭৬০), পিতা মো. দেলখোশ আলী, মাতা ফরিদা ইয়াসমিন, জেলা সিরাজগঞ্জের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এনামুল হক (বয়স ২৫), পিতা গোলাম মোস্তফা, মুরাদনগর, কুমিল্লা। তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাগারে দেওয়া হয়।

ইডেন মহিলা কলেজ হলে দুজন পরীক্ষার্থীর মধ্যে আফরিন জাহান (রেজি. নম্বর ৪৮২০১৩৬৫), পিতা মহসিন মাহমুদ, মাতা আমিনা বেগম, জেলা ময়মনসিংহের নিকট মোবাইল ফোন পাওয়া যাওয়ায় ১৫ দিনের জেল এবং নুসরাত জাহান (রেজি. নম্বর ৪৮২০৩৩৮৮), পিতা এ টি এম নূরুন্নবী, মাতা সালেহা নবী প্রশ্নপত্রে নকল করার চেষ্টার দরুন তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া আশিক ইকবাল (রেজি. নম্বর ৪৮১৩৩৫০৩) নিজের রেজিস্ট্রেশন নম্বরের অংশে নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লেখায় তাঁর প্রার্থিতা বাতিলসহ তাঁকে আজীবনের জন্য কমিশন কর্তৃক গৃহীত সব পরীক্ষা থেকে বহিষ্কার করার শাস্তি প্রদান করা হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী এবং যাঁদের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এসেছেন, তাঁদের এই পরীক্ষা থেকে বহিষ্কার এবং বদলি পরীক্ষার্থীসহ সবাইকে পিএসসি কর্তৃক গৃহীতব্য সব পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা

৪৮তম বিসিএসে ৩ জন বদলি পরীক্ষার্থী শনাক্ত, ব্যবস্থা নিল পিএসসি

আপডেট সময় ০৮:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

৪৮তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) বদলি পরীক্ষার্থী শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত শুক্রবার (১৮ জুলাই) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা রাজধানীর ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, পরীক্ষা চলাকালে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দুজন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে একজন বদলি পরীক্ষার্থী শনাক্ত হয়েছে। মো. নাজমুল হাসান (রেজি. নম্বর ৪৮১৩০৫৮৭), পিতা মো. আকবর আলী, মাতা মোসাম্মৎ নাজমা বেগম, জেলা সিরাজগঞ্জের পরিবর্তে বদলি পরীক্ষার্থী মো. ফাহাদ মৃধা (বয়স ২৪), পিতা মো. রেফা মৃধা এবং মাতা তমা প্রামাণিক (রেজি. নম্বর ৪৮১৩০৪৭৫), পিতা প্রবীণ কুমার প্রামাণিক, মাতা নন্দিতা সরকার, জেলা নাটোরের পরিবর্তে বদলি পরীক্ষার্থী জেসমিন আক্তার, বয়স (২৮), পিতা মো. মোখলেছুর রহমান) এবং মো. লিটন শেখ (রেজি. নম্বর ৪৮১৩২৭৬০), পিতা মো. দেলখোশ আলী, মাতা ফরিদা ইয়াসমিন, জেলা সিরাজগঞ্জের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এনামুল হক (বয়স ২৫), পিতা গোলাম মোস্তফা, মুরাদনগর, কুমিল্লা। তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাগারে দেওয়া হয়।

ইডেন মহিলা কলেজ হলে দুজন পরীক্ষার্থীর মধ্যে আফরিন জাহান (রেজি. নম্বর ৪৮২০১৩৬৫), পিতা মহসিন মাহমুদ, মাতা আমিনা বেগম, জেলা ময়মনসিংহের নিকট মোবাইল ফোন পাওয়া যাওয়ায় ১৫ দিনের জেল এবং নুসরাত জাহান (রেজি. নম্বর ৪৮২০৩৩৮৮), পিতা এ টি এম নূরুন্নবী, মাতা সালেহা নবী প্রশ্নপত্রে নকল করার চেষ্টার দরুন তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া আশিক ইকবাল (রেজি. নম্বর ৪৮১৩৩৫০৩) নিজের রেজিস্ট্রেশন নম্বরের অংশে নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লেখায় তাঁর প্রার্থিতা বাতিলসহ তাঁকে আজীবনের জন্য কমিশন কর্তৃক গৃহীত সব পরীক্ষা থেকে বহিষ্কার করার শাস্তি প্রদান করা হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী এবং যাঁদের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এসেছেন, তাঁদের এই পরীক্ষা থেকে বহিষ্কার এবং বদলি পরীক্ষার্থীসহ সবাইকে পিএসসি কর্তৃক গৃহীতব্য সব পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।