ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম Logo ছাত্রলীগের নামে রুম দখলে নেওয়া সেই পিয়াল এখন ছাত্রদলের দপ্তর সম্পাদক

ক্লিনিকে ঢুকে ডাক্তারকে কোপালেন স্বেচ্ছাসেবক দল নেতা

সুনামগঞ্জ পৌর শহরের একটি আনিসা হেলথ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে একজন চিকিৎসকের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রায়হান উদ্দিন এ ঘটনা ঘটায়। এতে আহত চিকিৎসককে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে। আহত চিকিৎসকের নাম গোলাম রব্বানী সোহাগ (৩০)। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত চিকিৎসক বলেন, তিনি বিকেলে ক্লিনিকে কাজ করছিলেন। এ সময় রায়হান উদ্দিন আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন ভিতরে একজন নারীর আলট্রাসনোগ্রাম করছিলেন তিনি। এ জন্য রায়হানকে দরজার সামনে থেকে সরে যেতে অনুরোধ করেন। তখন রায়হান তার সঙ্গে তর্ক জুড়ে দেন। এ সময় ক্লিনিকের অন্যরা তাকে শান্ত করেন। পরে রায়হান উদ্দিন তার স্ত্রীর আলট্রাসনোগ্রাম শেষে চলে যান।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর রায়হান উদ্দিন আরেকজনকে সঙ্গে নিয়ে এসে তার কক্ষে ঢুকেন। চেয়ারে বসে চিকিৎসককে আগের ঘটনার জন্য ‘সরি’ বলতে বলেন রায়হান ও ওই যুবক। তিনি সরি বলতে অপারগতা প্রকাশ করার এক পর্যায়ে দুজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তখন তিনি মেঝেতে পড়ে যান। তখন তাকে ছুরিকাঘাত করা হয়। এরপর তিনি চিৎকার দিলে ক্লিনিকের অন্যরা ছুটে আসেন। তখন রায়হান ও তার সঙ্গে থাকা যুবক সেখান থেকে চলে যান।

এ ব্যাপারে কথা বলার জন্য মো. রায়হান উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তিনি তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে বলেছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে ওই ক্লিনিকে গিয়েছিলেন। আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে তারা দুই ঘণ্টা অপেক্ষা করেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে সেখানে দায়িত্বে থাকা একজনের সঙ্গে কথা বলতে গেলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে তার ওপর আক্রমণ করেন। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আবুল কালাম বলেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতালে গিয়ে আহতের সঙ্গেও কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ক্লিনিকে ঢুকে ডাক্তারকে কোপালেন স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট সময় ১০:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

সুনামগঞ্জ পৌর শহরের একটি আনিসা হেলথ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে একজন চিকিৎসকের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রায়হান উদ্দিন এ ঘটনা ঘটায়। এতে আহত চিকিৎসককে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে। আহত চিকিৎসকের নাম গোলাম রব্বানী সোহাগ (৩০)। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত চিকিৎসক বলেন, তিনি বিকেলে ক্লিনিকে কাজ করছিলেন। এ সময় রায়হান উদ্দিন আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন ভিতরে একজন নারীর আলট্রাসনোগ্রাম করছিলেন তিনি। এ জন্য রায়হানকে দরজার সামনে থেকে সরে যেতে অনুরোধ করেন। তখন রায়হান তার সঙ্গে তর্ক জুড়ে দেন। এ সময় ক্লিনিকের অন্যরা তাকে শান্ত করেন। পরে রায়হান উদ্দিন তার স্ত্রীর আলট্রাসনোগ্রাম শেষে চলে যান।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর রায়হান উদ্দিন আরেকজনকে সঙ্গে নিয়ে এসে তার কক্ষে ঢুকেন। চেয়ারে বসে চিকিৎসককে আগের ঘটনার জন্য ‘সরি’ বলতে বলেন রায়হান ও ওই যুবক। তিনি সরি বলতে অপারগতা প্রকাশ করার এক পর্যায়ে দুজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তখন তিনি মেঝেতে পড়ে যান। তখন তাকে ছুরিকাঘাত করা হয়। এরপর তিনি চিৎকার দিলে ক্লিনিকের অন্যরা ছুটে আসেন। তখন রায়হান ও তার সঙ্গে থাকা যুবক সেখান থেকে চলে যান।

এ ব্যাপারে কথা বলার জন্য মো. রায়হান উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তিনি তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে বলেছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে ওই ক্লিনিকে গিয়েছিলেন। আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে তারা দুই ঘণ্টা অপেক্ষা করেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে সেখানে দায়িত্বে থাকা একজনের সঙ্গে কথা বলতে গেলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে তার ওপর আক্রমণ করেন। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আবুল কালাম বলেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতালে গিয়ে আহতের সঙ্গেও কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।