ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের আবারো হামলার হুমকি ট্রাম্পের

ইরানের আবারো হামলার হুমকি ট্রাম্পের

ইরানে পারমাণবিক স্থাপনায় আবারো হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই হুমকি দেন। তিনি বলেন, “প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারো ইরানে হামলা চালাবে।”

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ জুলাই) রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন। অবশ্যই, ঠিক যেমন আমি বলেছিলাম। প্রয়োজনে আমরা আবারো তা করব।”

ট্রাম্প সিএনএনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্যও আক্রমণ করেন। সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল, গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি।

ট্রাম্প লিখেছেন, “সিএনএনের উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংসকারী মহান মার্কিন পাইলটদের কাছে ক্ষমা চাওয়া।”

সোমবার (২১ জুলাই) ফক্স নিউজের ব্রেট বেয়ারেরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেন, “আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে- গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে… যার পরিমাণ এখন আমাদের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করছে।” পররাষ্ট্রমন্ত্রী আরো ইঙ্গিত দেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগ করার কোনো ইচ্ছা নেই।

ফক্স নিউজকে তিনি বলেন, “আমরা আমাদের সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না। কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন, এবং এখন এটি জাতীয় গর্বের প্রশ্ন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের আবারো হামলার হুমকি ট্রাম্পের

আপডেট সময় ০৭:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ইরানে পারমাণবিক স্থাপনায় আবারো হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই হুমকি দেন। তিনি বলেন, “প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারো ইরানে হামলা চালাবে।”

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ জুলাই) রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন। অবশ্যই, ঠিক যেমন আমি বলেছিলাম। প্রয়োজনে আমরা আবারো তা করব।”

ট্রাম্প সিএনএনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্যও আক্রমণ করেন। সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল, গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি।

ট্রাম্প লিখেছেন, “সিএনএনের উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংসকারী মহান মার্কিন পাইলটদের কাছে ক্ষমা চাওয়া।”

সোমবার (২১ জুলাই) ফক্স নিউজের ব্রেট বেয়ারেরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেন, “আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে- গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে… যার পরিমাণ এখন আমাদের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করছে।” পররাষ্ট্রমন্ত্রী আরো ইঙ্গিত দেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগ করার কোনো ইচ্ছা নেই।

ফক্স নিউজকে তিনি বলেন, “আমরা আমাদের সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না। কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন, এবং এখন এটি জাতীয় গর্বের প্রশ্ন।