ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাকসুর ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের Logo টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা Logo প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা, চাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবনায় ছাত্রদল Logo জাকসু: ব্যালট বাক্স নেওয়া হচ্ছে প্রশাসনিক ভবনে, নিরাপত্তা জোরদার Logo পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই: স্বতন্ত্র ভিপি প্রার্থী Logo বরিশালে শিবির ও ছাত্রদলের সংঘর্ষে আহত অন্তত ২৫ জন Logo অবশেষে বিশেষ ফ্লাইটে ঢাকায় জামাল ভূঁইয়ারা Logo নুরের জন্য দোয়া করতে গিয়ে অশ্রুসিক্ত হলেন সাদিক কায়েম Logo জামায়াত নয়, জাকসুর ব্যালট ছাপানোর কোম্পানি বিএনপিপন্থি মালিকের Logo অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

সুনামগঞ্জে পুলিশ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ

সুনামগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ।

আজ রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টা দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ কয়কেজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অবশ্য বিএনপির নেতা-কর্মীদের আহত হওয়ার তথ্য জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পাড়ার ভিতর থেকে হঠাৎ করে বিএনপির কিছু নেতা-কর্মী একযোগে ঝটিকা মিছিল নিয়ে মূল সড়কে আসার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে। বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে পাড়ার ভেতর ঢুকে দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ দুই পাড়ার গলির ভেতর ঢোকার চেষ্টা করেও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের কারণে ঢুকতে পারেনি। এ সময় পুলিশও মুহুর্মুহু গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে কিছু গাড়ির কাচ ভাঙে।

তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কত রাউন্ড গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে, সেটি বেলা সোয়া একটা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তারা। সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গুলি ও টিয়ার গ্যাসের শেলের হিসাব করা হচ্ছে। ছয়জন আটক আছে। তিনিসহ আহত কয়েকজন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জামতলা মোড়ের এক ব্যবসায়ী বলেন, এক পক্ষের বৃষ্টির মতো ইটপাটকেল আর পুলিশের গুলি, টিয়ারগ্যাসের শেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মানুষ দোকানপাট বন্ধ করে যে যেদিকে পারে প্রাণ বাঁচাতে ছুটে যায়। পুলিশ আসলে বুঝতেই পারেনি বিএনপি এমনভাবে হামলা চালাতে পারে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, বিএনপির ৩০-৪০ জন সড়কে ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ এসে তাদের বাধা দিলেই সংঘর্ষ বাধে। তারা দুই দিক থেকে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে।

জনপ্রিয় সংবাদ

জাকসুর ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের

সুনামগঞ্জে পুলিশ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ

আপডেট সময় ০৩:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

সুনামগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ।

আজ রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টা দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ কয়কেজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অবশ্য বিএনপির নেতা-কর্মীদের আহত হওয়ার তথ্য জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পাড়ার ভিতর থেকে হঠাৎ করে বিএনপির কিছু নেতা-কর্মী একযোগে ঝটিকা মিছিল নিয়ে মূল সড়কে আসার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে। বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে পাড়ার ভেতর ঢুকে দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ দুই পাড়ার গলির ভেতর ঢোকার চেষ্টা করেও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের কারণে ঢুকতে পারেনি। এ সময় পুলিশও মুহুর্মুহু গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে কিছু গাড়ির কাচ ভাঙে।

তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কত রাউন্ড গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে, সেটি বেলা সোয়া একটা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তারা। সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গুলি ও টিয়ার গ্যাসের শেলের হিসাব করা হচ্ছে। ছয়জন আটক আছে। তিনিসহ আহত কয়েকজন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জামতলা মোড়ের এক ব্যবসায়ী বলেন, এক পক্ষের বৃষ্টির মতো ইটপাটকেল আর পুলিশের গুলি, টিয়ারগ্যাসের শেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মানুষ দোকানপাট বন্ধ করে যে যেদিকে পারে প্রাণ বাঁচাতে ছুটে যায়। পুলিশ আসলে বুঝতেই পারেনি বিএনপি এমনভাবে হামলা চালাতে পারে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, বিএনপির ৩০-৪০ জন সড়কে ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ এসে তাদের বাধা দিলেই সংঘর্ষ বাধে। তারা দুই দিক থেকে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে।