উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থী প্রাণে বেঁচে গেলেও এখনও খোঁজ মিলেনি তার মায়ের।
দুপুর ১টা ১৮ মিনিটের দিকে হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের মাঠে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় এবং এর লেলিহান শিখা আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় স্কুলে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা।
নিখোঁজ আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের বাসিন্দা ওহাব মৃধার স্ত্রী। তিনি প্রতিদিনের মতোই সোমবার সকালে তার ছেলে আফসান ওহিকে সঙ্গে নিয়ে স্কুলে আসেন। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আফসানকে শ্রেণিকক্ষে দিয়ে আফসানা প্রিয়া অভিভাবক কক্ষে অপেক্ষা করছিলেন।
দুর্ঘটনার সময় স্কুলের একাংশে আগুন ধরে গেলে অভিভাবকরা সন্তানদের বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেক কষ্টে ছোট্ট আফসান ওহিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও তার মা আফসানার আর খোঁজ মেলেনি।
নিখোঁজের ভাই দুলাল মৃধা জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু এখনও তার কোনো সন্ধান পাইনি।” তিনি আরও বলেন, “যদি কেউ তার কোনো খোঁজ পেয়ে থাকেন, দয়া করে ০১৮১৪৪৪৯৩২৬ নম্বরে যোগাযোগ করুন।”
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।