উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সোমবার রাত ৯ টায় রাজধানীর একটি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার প্রধান ফকিহ মুফতি মহিউদ্দিন (হাফিযাহুল্লাহ)।
মাহফিলে নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাবেক মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক নোমান সিকদার,
ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসেন,
এছাড়াও মহানগর ও বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক শিক্ষার্থী হতাহত হন, যা দেশব্যাপী গভীর শোকের সৃষ্টি করে।