বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১জুলাই) বিকাল ৩ ঘটিকায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে পবিত্র কুরআনুল কারীম মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায়ী শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া। তিনি শিক্ষার্থীদের একনিষ্ঠ পরিশ্রম, অধ্যবসায় ও নৈতিকতা বজায় রেখে আগামী দিনেও সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব। তাদের সঠিক পথে পরিচালনার জন্য পরিবার ও সমাজের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত ইসলামিক স্কলার
মুফতী আমীর হামজা, একজন । তিনি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান, কুষ্টিয়া শহর জামাতের আমিন এনামুল হক, কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা মনিরুজ্জামান মানিক ও ডাক্তার হাবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আবু ইউসুফ সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা ও সঞ্চালনা করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন সেক্রেটারি কুষ্টিয়া শহর শাখা
কুষ্টিয়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও গিফট বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে একটি অনন্য উদ্যোগ, যা ভবিষ্যতে আরও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।