রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ওই দুর্ঘটনায় আহত ও দগ্ধ অর্ধশতাধিক মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।