ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও বিজ্ঞান সম্পাদক বিসিএসে উত্তীর্ণ

বাংলাদেশ সরকারের তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার এবং কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত মাহবুব।

রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনসহ মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় সফল হয়েছেন।

গত ১৮ জুলাই ঢাকার ২০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রতি শূন্যপদে গড়ে ১৪ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার নিজ ফেসবুক পেইজে উত্তীর্ণ হওয়ার খবর নিশ্চিত করে বলেন, “আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আ’লামিন আমাকে ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করেছেন।”

এছাড়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, “ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাইম তাজওয়ার ও কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত মাহবুবসহ ৪৮তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জানাই অভিনন্দন। পরিশ্রমী ও ধৈর্যশীল মানুষদের মহান আল্লাহ সফলতা দান করেন, যা আবারও প্রমাণিত হলো।”

ডা. নাঈম তাজওয়ার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখার সভাপতি ছিলেন, পরে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক এবং বর্তমানে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, ডা. রিফাত মাহবুব ঢাকা মেডিকেল কলেজের ৭৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের খুব শিগগিরই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবে।

এই তরুণ চিকিৎসকদের সাফল্য দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় এই দুই নেতার অর্জন ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণার উৎস হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও বিজ্ঞান সম্পাদক বিসিএসে উত্তীর্ণ

আপডেট সময় ১১:০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বাংলাদেশ সরকারের তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার এবং কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত মাহবুব।

রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনসহ মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় সফল হয়েছেন।

গত ১৮ জুলাই ঢাকার ২০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রতি শূন্যপদে গড়ে ১৪ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার নিজ ফেসবুক পেইজে উত্তীর্ণ হওয়ার খবর নিশ্চিত করে বলেন, “আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আ’লামিন আমাকে ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করেছেন।”

এছাড়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, “ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাইম তাজওয়ার ও কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত মাহবুবসহ ৪৮তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জানাই অভিনন্দন। পরিশ্রমী ও ধৈর্যশীল মানুষদের মহান আল্লাহ সফলতা দান করেন, যা আবারও প্রমাণিত হলো।”

ডা. নাঈম তাজওয়ার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখার সভাপতি ছিলেন, পরে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক এবং বর্তমানে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, ডা. রিফাত মাহবুব ঢাকা মেডিকেল কলেজের ৭৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের খুব শিগগিরই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবে।

এই তরুণ চিকিৎসকদের সাফল্য দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় এই দুই নেতার অর্জন ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণার উৎস হবে।