গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিতে আশা অন্তত ৬৭ জন ফিলিস্তিনেকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। গাজা ভূখণ্ডের হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমন খবর জানিয়েছে বিট্রিশ সংবাদ মাধ্যম বিবিসি।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গাজার অন্যান্য জায়গায় জাতিসংঘের দেওয়া ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় আরও ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫০ জনের বেশি, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। উত্তর গাজায় হতাহতদের গাজার শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
এমন বর্বর হামলার কারণ জানাতে দখলদার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলছে, তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি চালিয়েছিল তারা। এতেই প্রাণহানি। তারা নিহতের সংখ্যার দাবি নিয়ে দ্বিমত প্রকাশ করেছে। এরআগে শনিবার দখলদার সেনার গুলিতে অন্তত ৩৭ জন ফিলিস্তিনির প্রাণ গেছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তাদের ২৫টি ট্রাকের একটি বহর ইসরাইল থেকে প্রবেশ করে এবং চেকপয়েন্ট পার হওয়ার পরপরই ‘ক্ষুধার্ত বেসামরিক মানুষের বিশাল ভিড়ের মুখে পড়ে, যারা পরে গুলিবর্ষণের শিকার হয়।’
জাতিসংঘ বলেছে, গাজার সাধারণ মানুষ ক্ষুধায় ভুগছেন এবং জরুরি ভিত্তিতে মৌলিক পণ্যের সরবরাহ বাড়ানো প্রয়োজন।