ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডাকসুর ব্যালটে সতর্কতা: টিক নয়, দিতে হবে ক্রস চিহ্ন Logo নকল আইডি কার্ড দেখিয়ে ঢাবিতে প্রবেশের চেষ্টা, যুবক আটক Logo ভুয়া আইডি কার্ড দেখিয়ে ঢাবিতে প্রবেশের চেষ্টা, দুই যুবক আটক Logo হ্যাভিওয়েট প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন Logo দেশের মানুষের পাতে জুটছে না ইলিশ, তবু ভারতে রপ্তানির সিদ্ধান্ত Logo এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল নেপালে Logo রাত পোহালেই ডাকসু নির্বাচন : যেভাবে ভোট দিবে শিক্ষার্থীরা Logo যেদিন আমরা রাস্তায় নামব লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না Logo জামালপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তির ৮ বছরের কারাদন্ড Logo বিক্ষোভে উত্তাল নেপাল: ‘নৈতিক কারণে’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মধ্যরাতে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। এর প্রতিবাদে রবিবার দুপুরে টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর নেতৃত্বে বিক্ষোভকারীরা চেরাগ আলী মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে। মিছিলটি টঙ্গী পশ্চিম থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চেরাগ আলীতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, “নিষিদ্ধ” ঘোষিত ছাত্রলীগ রাতের অন্ধকারে মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। মিছিল চলাকালে “আওয়ামী লীগের বিরুদ্ধে একশন চাই”, “ছাত্রলীগের অপতৎপরতা রুখে দিতে হবে” ইত্যাদি স্লোগানে টঙ্গীর বিভিন্ন সড়ক প্রকম্পিত হয়।

রেদোয়ানুর রহমান প্রত্যয় ঢাকা ভয়েসকে বলেন, “গতকাল গভীর রাতে গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চোরের মতো মিছিল করেছে, যা প্রমাণ করে তারা দিনের আলোতে জনরোষের মুখে পড়তে ভয় পায়। আমরা গাজীপুর মহানগর ছাত্রদল দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি, এখন থেকে শুধু দিনে নয়, রাতেও আমরা সজাগ থাকবো। কোনো অবস্থাতেই নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনগুলোকে রাস্তায় নামতে দেওয়া হবে না। আইন লঙ্ঘন করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”

জনপ্রিয় সংবাদ

ডাকসুর ব্যালটে সতর্কতা: টিক নয়, দিতে হবে ক্রস চিহ্ন

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

আপডেট সময় ০৯:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মধ্যরাতে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। এর প্রতিবাদে রবিবার দুপুরে টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর নেতৃত্বে বিক্ষোভকারীরা চেরাগ আলী মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে। মিছিলটি টঙ্গী পশ্চিম থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চেরাগ আলীতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, “নিষিদ্ধ” ঘোষিত ছাত্রলীগ রাতের অন্ধকারে মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। মিছিল চলাকালে “আওয়ামী লীগের বিরুদ্ধে একশন চাই”, “ছাত্রলীগের অপতৎপরতা রুখে দিতে হবে” ইত্যাদি স্লোগানে টঙ্গীর বিভিন্ন সড়ক প্রকম্পিত হয়।

রেদোয়ানুর রহমান প্রত্যয় ঢাকা ভয়েসকে বলেন, “গতকাল গভীর রাতে গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চোরের মতো মিছিল করেছে, যা প্রমাণ করে তারা দিনের আলোতে জনরোষের মুখে পড়তে ভয় পায়। আমরা গাজীপুর মহানগর ছাত্রদল দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি, এখন থেকে শুধু দিনে নয়, রাতেও আমরা সজাগ থাকবো। কোনো অবস্থাতেই নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনগুলোকে রাস্তায় নামতে দেওয়া হবে না। আইন লঙ্ঘন করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”