পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে আজ রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।
সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের পাঠানো খুদে বার্তায় জানানো হয়েছে, ওয়ান স্টার হোটেলের সামনে অটোরিকশাটি লক্ষ্য ককটেল ছোড়া হয়। সেটি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস পরে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর জানায়নি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, অটোরিকশাটিতে কোনো যাত্রী ছিল না। যাত্রীর অপেক্ষায় থেমে থাকা অটোরিকশাটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ রোববার শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। আজ সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে। ২৮ অক্টোবরের পর এটি বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার হরতাল। দুই দিনের হরতালের আগে গতকাল শনিবার রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আটটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।