খুলনা নগরীর বয়রা পূজাখোলা এলাকায় ‘বিষাক্ত মদপানে’ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- এস এম আফরোজ বাবু (৫০), সাবু (৬০), গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এর মধ্যে তোতার বাড়ি বরিশালে। বাকিরা বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড় ও খালিশপুর এলাকার বাসিন্দা।
আবদুল হাই বলেন, ‘‘শনিবার দুপুরে তোতা মিয়ার দোকানে বসে ছয়জন একসঙ্গে মদপান করেন। বিষাক্ত মদপানে সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। সনু নামের একজনকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, যে পাঁচজন মারা গেছেন, তারা হাতে বানানো মদ খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হাতে বানানো মদে উপাদান হিসেবে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ‘এলকোলি’ নামে একটি মেডিসিন থাকে। এর সঙ্গে যুক্ত করা হয় চুনের পানি ও ঘুমের ট্যাবলেট। খাওয়ার পরে সহ্য করতে না পেরে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহমদ বলেন, বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।