বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সংগঠন সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টস (SBP) কর্তৃক আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান ও বিপ্লবী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল” আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ধানমন্ডির ২ নাম্বার রোডের স্টার কাবাব-এ জুমার নামাজের পর দুপুর ২টা থেকে এই আবেগঘন ও তাৎপর্যপূর্ণ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব মোঃ ফুয়াদ এবং যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট জগতের অন্যতম অভিজ্ঞ ও সম্মানিত প্রতিনিধি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর ডিরেক্টর মো. নাসরুল্লাহ স্যার । তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ড: শাহ আমরান স্যার, যিনি ফার্মেসি পেশার অগ্রদূত হিসেবে পরিচিত, জুলাইয়ের স্মৃতিচারণের পাশাপাশি, SBP এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পর্যালোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে আগামী দিনের পথচলায় অনুপ্রেরক হয়ে থাকবে বলে আয়োজকদের জানান ।
“জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ” পর্বে SBP এর যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মোঃ মুমতাহান মাহমুদ জুলাই-আগস্ট আন্দোলনের সাথে তাঁদের সরাসরি যুক্ত থাকার অভিজ্ঞতা ও আত্মত্যাগের মর্মস্পর্শী স্মৃতি তুলে ধরেন । তাঁদের সাহসী বক্তব্য উপস্থিত সকলকে আন্দোলনের মূল চেতনায় গভীরভাবে ফিরিয়ে নিয়ে যায়।
SBP এর ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রিপন । তিনি SBP এর ভবিষ্যৎ কর্মসূচি, কাঠামো ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এই সামগ্রিক আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন ।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত ও ফার্মাসিস্ট সমাজের ঐক্যের জন্য আমন্ত্রিত ইমাম সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ।
অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন SBP এর আহবায়ক মোঃ জাকারিয়া হোসেইন উজ্জ্বল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন SBP এর যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম লাবু এবং যুগ্ম আহ্বায়কের অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন দ্বীপ কর, মোঃ রাকিবুল ইসলাম, রেজাউল ইসলাম উৎসব, মোঃ মামুনুর রশীদ মুন্না ,নিয়াজ ইকবাল সুজাত, মুমতাহান মাহমুদ, মোঃ মনিরুজ্জামান,মোঃ মুস্তাফিজুর রহমান, মোঃ ইমরান হোসেন, মাহাদি আলম, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসিবুর রহমান, শরিফ আহমেদ, আবু কাউসার,মোঃ মাশরুর মেরাজ ভূইয়া, ইয়াসির আরাফাত, শাহাদাত হোসেন, আবুল বাশার তমাল, রাফাত তাহসিন, লিমন হোসেন, জিফাত হোসেন, আনিক সরকার, রিয়াজ আহমেদ,আবির আহমেদ শিমুল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বর্তমান শিক্ষার্থী এবং এলামনাই সদস্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন জ্ঞান, আত্মজাগরণ ও ঐক্যের এক অনবদ্য অনুপ্রেরণা হিসেবে ফার্মাসিস্ট সমাজে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।