বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার ষাণ্মাসিক সেটআপ সম্পন্ন হয়েছে। ১৮ জুলাই (শুক্রবার) সকাল ৯টায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এ সেটআপ সম্পন্ন হয়। সদ্য বিদায়ী সভাপতি আলহাজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম ও সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহিশ শাফি।
ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কর্তৃক সিরাজগঞ্জ জেলা সভাপতি হিসেবে মনোনীত হন আব্দুল আজিজ। কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সভাপতির নাম ঘোষনা ও সাংবিধানিক শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি রিয়াজুল ইসলাম।
এরপর সকল সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে জেলা সেক্রেটারি হিসেবে রেজওয়ানুল্লাহ শোয়াইবের নাম ঘোষণা করেন নবমনোনীত সভাপতি আব্দুল আজিজ।
জেলা সভাপতি আব্দুল আজিজ সিরাজগঞ্জ সরকারি কলেজের ২০১৯-২০ সেশনের অনার্স ৪র্থ বর্ষের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী। এবং জেলা সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব ইসলামিয়া সরকারি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।
সভায় সিরাজগঞ্জের সকল ছাত্রসমাজ, সুধী, শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া কামনা করা হয়। বিদায়ী সভাপতি বিদায়ী বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি সদস্যদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সভাপতির দেওয়া হেদায়াতী বক্তব্য উপস্থাপন করেন।