ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাথরঘাটায় রহস্যজনক বিষপান: ৫ স্কুলছাত্রী অসুস্থ Logo কেমন থাকবে আগামী ৫ দিন আবহাওয়া Logo ঢাবিতে বিএনপি সমর্থক একজন প্রভাষকও নেই Logo তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে অনেক ভবন Logo পুলিশের বিশেষ অভিযানে মামা বাহিনীর সদস্য ও কুখ্যাত সন্ত্রাসী সিরাজ গ্রেপ্তার Logo র‍্যাগিংয়ের দায়ে জবির ৩ শিক্ষার্থী বহিষ্কার,৪ জনের ক্লাস নিষেধাজ্ঞা Logo তুরস্কে ভয়াভহ ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন Logo চানখারপুল আনাসসহ ৬ হত্যা মামলা: হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ Logo জবিতে নারী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ যার বিরুদ্ধে, ছাত্রদলের প্যাডে তিনিই পাঠালেন বিবৃতি Logo আজ তিন দিনের সফরে মালয়েশিয়া যাবে প্রধান উপদেষ্টা

জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান করার নির্দেশ প্রধান উপদেষ্টার

জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়াটি যেন স্বচ্ছ এবং জনগণের কাছে দৃশ্যমান হয় এমন নির্দেশনা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্ব উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের চলমান কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সদস্যরা। জানানো হয়, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ প্রণয়নের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

প্রধান উপদেষ্টা সদস্যদের অবদানকে ‘অনন্য’ বলে আখ্যায়িত করে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে।’

বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। আরও সাতটি বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাথরঘাটায় রহস্যজনক বিষপান: ৫ স্কুলছাত্রী অসুস্থ

জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান করার নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৮:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়াটি যেন স্বচ্ছ এবং জনগণের কাছে দৃশ্যমান হয় এমন নির্দেশনা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্ব উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের চলমান কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সদস্যরা। জানানো হয়, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ প্রণয়নের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

প্রধান উপদেষ্টা সদস্যদের অবদানকে ‘অনন্য’ বলে আখ্যায়িত করে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে।’

বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। আরও সাতটি বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।