গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর শহর শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫ টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট থেকে মিছিলটি বের হয়। মিছিলটি নাটোর নিচা বাজার হয়ে আবার মসজিদ মার্কেটে আসেন পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ” নায়ারে তাকবীর, আল্লাহু আকবার” জামাত-শিবিরের অ্যাকশান – ডাইরেক্ট অ্যাকশন,চাঁদাবাজ এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন,গোপালগঞ্জে হামলা কেন- প্রশাসন জবাব চাই জবাব চাইসহ, বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড.মীর নূরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও নাটোর-০২ (সদর-নলডাঙ্গা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, নাটোর শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম ও নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদ হাসান।
এসময় বক্তারা বলেন, ” বর্বরোচিত হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নেতৃবৃন্দ বলেন বাংলাদেশে হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশে হবে কোরআনের বাংলাদেশ৷ গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।